মৌলভীবাজারে দেশের একমাত্র জলপ্রপাত মাধবকুণ্ড সারাদেশে ব্যাপক জনপ্রিয় ও পরিচিতি পাবার পর এই জেলায় আরো একটি নতুন জলপ্রপাতের সন্ধান পাওয়া গেছে । এটি এখন ‘ হামহাম জলপ্রপাত ' নামে পরিচিতি লাভ করেছে । প্রায় বছর খানেক ধরে হামহাম জলপ্রপাত পরিচিতি পাবার পর উৎসুক ভ্রমণপিয়াসী এবং প্রকৃতিপ্রেমী মানুষের এখানে আগমন শুরু হয়েছে । এখন বর্ষা । তাই বৃষ্টির জলে এখন পরিপূর্ণ এই ঝরনাটি । বিরামহীন ‘ সাই ’ ‘ সাই ’ শব্দে ঝরনাটি অবিরাম ছুটে চলেছে । হামহাম জলপ্রপাতে প্রায় ১৩০ ফুট উচ্চতা থেকে জলধারার আছড়ে পড়ার দৃশ্য আগত দর্শনার্থীদের মুগ্ধ করে । শুধুমাত্র পায়ে হাঁটা ছাড়া এ জলপ্রপাতে যাবার আর কোনো ব্যবস্থা নেই । কমলগঞ্জর চাম্পারায় চা বাগান থেকে প্রায় ৮ কিলোমিটার উঁচু - নিচু পাহাড়ি টিলা , ঘন বন - জঙ্গল আর ঝিরিপথের হাঁটু - কোমর পানি পাড়ি দিয়ে । পৌছতে হয় হামহাম জলপ্রপাতে ।

 

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে কুরমা বনবিট এলাকায় অবস্থিত এ জলপ্রপাতটি । সরকারি বা বেসরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা হলে এই জলপ্রপাতটিও মাধবকুণ্ডের মতই জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে । বনবিভাগ সূত্রে জানা যায় , কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের ৭ হাজার ৯৭০ একর আয়তনের কুরমা বনবিট এলাকার পশ্চিম দিকে চাম্পারায় চা বাগান । কুরমা বনবিটের প্রায় ৮ কিলোমিটার অভ্যন্তরে দৃষ্টিনন্দন হামহাম জলপ্রপাতের অবস্থান । শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বদিকে এ জলপ্রপাতটিতে যেতে পেরোতে হয় দুর্গম পাহাড়ি সরু পথ । কখনো তা পিচ্ছিল । আবার কখনোবা ঝিরিপথের হাঁটু - কোমর পানি । 

 

জলপ্রপাতের প্রায় অর্ধ কিলোমিটার দূর থেকেই শোনা যায় ঝরনাধারার জলধ্বনি । হামহাম যাবার পথে ‘ মাকাম ' নামের বেশ উঁচু একটা পাহাড়ও পেরোতে হয় । বৃষ্টির সময় এটি আরো পিচ্ছিল হয়ে যায় । বিপজ্জনক ও পিচ্ছিল পাহাড়গুলো থেকে নিচে নামতে হয় অত্যন্ত সতর্কতার সাথে । ওখানে সরাসরি যানবাহন নিয়ে পৌঁছার কোনো ব্যবস্থা নেই । তাই ওখানে যেতে হলে ইকো - ট্যুর গাইডের সাহায্য নেয়া প্রয়োজন । কীভাবে যাবেন : শ্রীমঙ্গল শহর থেকে জিপ ভাড়া করে যেতে হবে চাম্পারায় চা বাগানে । সেখান থেকে ৮ কিলোমিটার পাহাড়ি উঁচু - নিচু পথ অতিক্রম করে তবেই দেখা মেলে প্রতীক্ষিত হামহাম জলপ্রপাত । ওখানে যেতে পায়ে হেঁটে প্রায় ৩ ঘণ্টা লাগে । ' কোথায় থাকবেন : শ্রীমঙ্গলে গড়ে উঠেছে অনেক আবাসিক হোটেল , রেস্টহাউস , বাংলো , রিসোর্ট ও কটেজ । এর যে কোন একটিতে আপনি থাকতে পারেন । কোথায় খাবেন : শ্রীমঙ্গলে অনেক ভালো হোটেল রয়েছে

আপনি এগুলোর যে কোন একটিতে খাওয়ার কাজ সেরে নিতে পারেন । তবে রিসোর্ট , কটেজ অথবা বাংলোতে থাকলে আপনার চাহিদা মতো তারাও খাবার পরিবেশন করে থাকে । #toptime  #এই শিতে চলো যাই হামহাম ঝর্না কমলগঞ্জ, #This winter let's go to Hamham Jharna, Kamalganj