লাথি দিয়ে স্টাম্প উড়িয়ে দিলেন, সাকিব আল হাসান

লাথি দিয়ে স্টাম্প উড়িয়ে দিলেন, সাকিব আল হাসান



লাথি দিয়ে স্টাম্প উড়িয়ে দিলেন, সাকিব আল হাসান ,তে্রে গেলেন কোচ খালেদ মাহমুদ পাইলট, রাগে নিজেকে হারিয়ে ফেললেন সাকিব আল হাসান , ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে শুক্রবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে এমন অবিশ্বাস্য ঘটনার জন্ম দিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাকিব।
আবেদন করার ঠিক কয়েক সেকেন্ড পর, আম্পায়ারের কাজ থেকে নিজের মতের বাহিরে সিদান্ত পেয়ে,  লাথি দিয়ে স্টাম্প উড়িয়ে দিলেন, তার পর মুখোমুখি হয়ে তর্কে জড়ালেন আম্পায়ারের সঙ্গে, এক পর্যায়  আম্পায়ারের সামনে গিয়ে তিন স্টাম্পই তুলে নিয়ে আছাড় মারলেন মাটিতে।
ঘটনার সূত্রপাত আবাহনীর রান তাড়ার পঞ্চম ওভারে। ১৪৬ রান তাড়ায় সাকিবের প্রথম ওভারে টানা দুই বলে ছক্কা-চার মারেন আবাহনী অধিনায়ক মুশফিকুর রহিম। ওই ওভারের শেষ বলে মুশফিকের প্যাডে লাগে বল। বোলার সাকিব আম্পায়ারের দিকে তাকিয়ে আবেদন করার পরপরই এক পদক্ষেপ এগিয়ে বাঁপায়ে লাথি মারেন স্টাম্পে।

।।.সাকিবের সাংবাদিক সম্মেলন ক্ষ্মা ,

তুমুল আলোচনা-সমালোচনার মধ্যেই সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফেইসবুকে লিখিত বক্তব্যে সাকিব জানান তার প্রতিক্রিয়া।
 
“প্রিয় ভক্ত ও অনুসারীগণ, মেজাজ হারানোর জন্য ও ম্যাচ নষ্ট করার জন্য আমি সবার কাছে দুঃখপ্রকাশ করছি, বিশেষ করে, তাদের কাছে, যারা ঘরে বসে দেখছেন। আমার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের উচিত হয়নি এভাবে প্রতিক্রিয়া জানানো, কিন্তু কখনও কখনও দুর্ভাগ্যজনকভাবে সবকিছুর বিরুদ্ধে এরকম হয়ে যায়।”

“মানবিক এই ভুলের জন্য আমি দলগুলির কাছে, ম্যানেজমেন্ট, টুর্নামেন্ট অফিসিয়ালস ও আয়োজক কমিটির কাছে ক্ষমা চাইছি। আশা করি, ভবিষ্যতে আমি আর এরকম করব না। ধন্যবাদ ও ভালোবাসা সবার জন্য।”

 ।।খেলার ফলাফল,

বৃষ্টিতে প্রায় দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকার পর যখন আবার শুরু হয়, কঠিন লক্ষ্য তাড়ায় আবাহনী পারেনি নাটকীয় কিছু করতে। সাকিবরা জিতে নেয় সহজেই।

টানা তিন জয়ের শুরুর পর টানা তিন ম্যাচ হেরে আবার জয়ের ফিরল মোহামেডান। আবাহনী হারল সপ্তম ম্যাচে দ্বিতীয়বার। আবাহনীর পরাজয়ে ও একই দিনে অন্য ম্যাচ জিতে প্রাইম ব্যাংক উঠে গেল শীর্ষে।

...সংক্ষিপ্ত স্কয়ার 

 

মোহামেডান: ২০ ওভারে ১৪৫/৬ (মজিদ ১৬, পারভেজ ২৬, ইরফান ১৪, সাকিব ৩৭, শামসুর ১, মাহমুদুল ৩০*, শুভাগত ১, আবু হায়দার ১২*; সাইফ উদ্দিন ৪-০-২৯-১, মোসাদ্দেক ৪-০-১৯-০, আফিফ ১-০-১৪-০, তানজিম ৪-০-১৭-২, শহিদুল ১-০-৯-০, স্বাধীন ৩-০-২৪-৩, আমিনুল ২-০-১৮-০, আরাফাত সানি ১-০-১০-০)।

আবাহনী: (লক্ষ্য ৯ ওভারে ৭৬) ৯ ওভারে ৪৪/৬ (নাঈম ০, আফিফ ২, স্বাধীন ০, শান্ত ১৫, মুশফিক ১৮*, মোসাদ্দেক ৩, সাইফ উদ্দিন ০, আমিনুল ১*; শুভাগত ৩-০-১৭-৩, মাহমুদুল ২-১-৬-০, সাকিব ১-০-১০-০, তাসকিন ২-০-৫-২, আবু জায়েদ ১-০-৬-১)।

ফল: মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩১ রানে জয়ী।

আমাদের  TOPTIME ব্লগের সাথেই থাকুন ,আল্লাহ হাফেজ।

Post a Comment

0 Comments