রাখাইন থেকে তাড়িয়ে দেওয়া রোহিঙ্গাদের গণহত্যা আর মানবতাবিরোধী অপরাধ ।প্রাথমিক আলামত খুঁজে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের তথ্যানুসন্ধানকারী দল ।তাই তদন্ত শুরু করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি অনুমতি চেয়েছেন আদালতের কৌঁসুলি ফেতু বেনসুদা।

 যুক্ত কাজগুলোর প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য
 জেমস স্টুয়ার্টের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাল মঙ্গলবার আসছে বাংলাদেশে। আইসিসির প্রতিনিধিরা বাংলাদেশে পাঁচ দিনের সফরের সময় আইন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ সফরের সময় আইসিসির কর্মকর্তারা কক্সবাজারে গিয়ে রোহিঙ্গাদের কাছেও পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেবেন।

 মিয়ানমার থেকে রোহিঙ্গাদের জোর করে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া মানবতা বিরোধী হয়েছে কীনা ,তা নিয়ে আইনি মত চেয়ে দিতে গত বছরের ৯ এপ্রিল প্রাক-শুনানি আদালতে আবেদন জানান ফেতু বেনসুদা। গত জুনে আইসিসির অনুরোধে সাড়া দিয়ে এ বিষয়ে পর্যবেক্ষণ পাঠায় বাংলাদেশ।

 কিন্তু আইসিসির এ নিয়ে কাজ করার এখতিয়ার নেই জানিয়ে দেয় মিয়ানমার। আইসিসিতে কোনো প্রতিনিধি পাঠাবে না মিয়ানমার ।



                                                      TOPTIME