খোদায়ী গজব জুলুম কারির উপর দুনিয়াতেই হয়।

খোদায়ী গজব জুলুম কারির উপর দুনিয়াতেই হয়।


হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু রাসুল সাঃ এর দুই কন্যার স্বামীর সৌভাগ্য লাভ করেন.। উসমান রাদিয়াল্লাহু আনহু পবিত্র কুরআন একত্রিত করেছিলেন. এবং তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছিলেন. যে উসমান রাদিয়াল্লাহু ইসলামের প্রথম সময় আল্লাহর রাসুলের আদেশের মাতৃভূমি ছেড়ে হিজরত করেছিলেন.

হাফসা.উসমান রাদিয়াল্লাহু আনহু কাতেবে ওহী ছিলেন. এবছর আছে তালা ক্ষমতার শীর্ষে চূড়ায় চূড়ায় অবস্থান করেও মজলুম হওয়া পছন্দ করতেন.।  সবাই ষড়যন্ত্রের ফলে কতিপয়. নির্মমভাবে শহীদ করে। সেই দুষ্কৃতিকারী খুনিয়ারা দুনিয়াতে শাস্তি ভোগ করে। আল্লাহ তাআলা তাদের পরবর্তী জালেমদের জন্যে শিক্ষাগ্রহণের উপকরণ বানিয়ে দিলেন।

. খুনিদের একজন.সাউদান বিন হামরান তাকে হযরত উসমান রাদিয়াল্লাহু এর গোলাম কুপিয়ে হত্যা করেন। আরেক খুনি আশতার তাকে বিষ প্রয়োগ করা হয় সে বিষের নরকযন্ত্রণা সে ধুকে ধুকে মারা যায়। আর তার হত্যা করে লাশ কে গাধার চামড়ায় সেলাই করে জ্বালিয়ে দেওয়া হয়। আমার ইবনুল হাকাম.হযরত ওসমান রাঃ এর বুকের উপর উঠে একের পর এক বুকে আগাত করেন .ইবনুল হাকাম তৃষ্ণা রোগে আক্রান্ত হয় তার বুকে এমন আগুন প্রচলিত ছিল যে ঠান্ডা বরফ পানি ও তা নির্বাচিত হতো না একদিন সে তীরবিদ্ধ হয়ে মারা যায়.।

ওলামায়ে কেরাম দেখেন একথা সর্বজন বিদিত যে গুনাহের শাস্তি আখেরাতে দেওয়া হবে কিন্তু জুলুম এমনই একটি গুনাহ. ভয়ঙ্কর পরিণতি মানুষ কখনো কখনো দুনিয়াতে ভোগ করে দুনিয়ার যত বড় বড় জালেম অতিবাহিত হয়েছে তাদের ইতিহাস পড়ে দেখুন.।ভালো হয়নি ইতিহাসের আয়নায় সেসব জালেমদের ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়েছে.। আমাদের জুলুম এবং অত্যাচারীদেরকে হেফাজত করুক এবং মানুষকে জুলুম করা থেকে দূরে রাখুক আল্লাহাফেজ TOPTIME এর  ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ. 


জুলুম কারির শাস্তি

জুলুম কারির দুনিয়ার শাস্তি 

জুলুমের শাস্তি 



Post a Comment

0 Comments