আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমরা টেকনোলজি দুনিয়াতে অনেক ধরনের কাজ করে থাকে এমনকি বিভিন্ন ধরনের সফটওয়্যার অ্যাপস ব্যবহার করে থাকে, এক এক ধরনের কাজে নিয়োজিত তো বন্ধুরা সেরকমই স্কিন রেকর্ড এর জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে থাকেন , ইউটিভি বিভিন্ন তথ্য আদায়ের জন্য এসব অ্যাপস দ্বারা কাজ করা থাকে তারই মধ্যে একটি অ্যাপস আছে যার নাম DU স্ক্রিন রেকর্ডার,

 এই সফটওয়্যার টি দিয়ে আমরা একসঙ্গে অনেক ধরনের কাজ করে থাকি অনেক ধরনের সুযোগ-সুবিধা নিয়ে থাকি, এই সফটওয়্যার টি পৃথিবীতে মোটামুটি সব মোবাইলেই জায়গা করে নিয়েছে এবং কি সব ভার্সন বিচার আমরা ফ্রি ব্যবহার করে নিতাম, এখন থেকে এই অ্যাপসটি বা সফটওয়্যার টি এখন PAID নিতে হবে সেরকমই তারা আপডেট করে নিয়ে আসছে ,এরকম সামান্য কাজের জন্য আমরা PAID নিয়ে সফটওয়্যার চালাবো তা আমরা মনে করি না, তাই এই সফটওয়্যার টি কিভাবে ফ্রি চালাতে হবে সেটাই আজকে আমি আপনাদের কাছে উপস্থাপন করবো,

 আপনাদের যা করতে হবে প্রথমত আপডেট ভার্সন টি ফোন থেকে সরিয়ে ফেলতে হবে আনইন্সটল এবং ডিলেট, তারপরে আপনারা গুগল ব্রাউজারে যাবেন সার্চ করবেন DU স্ক্রিন রেকর্ড old ভার্সন, সেখানে যাবার পর একটা লিংক আসবে ওই লিংকটিতে প্রবেশ করবেন, আগে দেখে নিবেন সাইটটাতে ডি ইউ স্ক্রিন রেকর্ড এর বিভিন্ন ভার্সন সিরিয়ালে আছে কিনা, যদি থাকে মনে করবেন সেটাই ওই সাইট তার পরে আপনারা ওই সাইটে একটু নিচে যাবেন যাওয়ার পর V1.7.5 এই ভার্সনের সফটওয়্যারটি ইন্সটল এন্ড ডাউনলোড করে নিবেন.

 এই সফটওয়্যার টি 10.84 এমডি তারপর ইনস্টল এন্ড ডাউনলোড করার পর সে অ্যাপসটি প্রবেশ করবেন, তারপর আপনারা ফ্রী আগের ভার্সন গুলা ব্যবহার করতে পারবেন, যেমন স্ক্রীন কালারিং ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ার লাইভ স্ট্রিমিং ইত্যাদি, হয়তো দু'একটা ফিচার ব্যবহার না করতে পারেন কিন্তু জরুরী ফিচারগুলো ফ্রি ব্যবহার করে নিতে পারবেন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সবসময় আমাদের সাথেই থাকবেন TOPTIME ব্লগ , আল্লাহ হাফেজ