আর্জেন্টিনা বনাম উরুগুয়ে, কোপা আমেরিকা ম্যাচ ২০২১। Copa America 2021, Argentina Vs Uruguay

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে, কোপা আমেরিকা ম্যাচ ২০২১। Copa America 2021, Argentina Vs Uruguay




দর্শক বিহীন টিভিতে ভাসছে কোপা আমেরিকা যদিও কথা হয়েছিল আর্জেন্টিনা কলম্বিয়ার মাঠে যৌথভাবে পুরো কোপা আমেরিকা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কিন্তু করোনা মহামারী ও বিভিন্ন সমস্যার কারণে এই ম্যাচটি। ব্রাজিলের মাঠে চলে গেছে।

প্রথম ছিল আর্জেন্টিনার খেলা কিন্তু বর্তমান নিয়োম ও পরিস্থিতি থেকে স্বাগতিক দল হয়ে যায় ব্রাজিল.। চিরপ্রতিদ্বন্দ্বী. ব্রাজিল আর্জেন্টিনা মোট দুটি করে চারটি ম্যাচ খেলেছে। ব্রাজিল জয় নিয়েছে ২টি। কিন্তু আর্জেন্টিনা একটি ম্যাচ উরুগুয়ের সাথে ম্যাচ জয় হয়েছে. ব্রাজিল বনাম ভেনিজুয়েলা এবং ব্রাজিল বনাম পেরু দুটি ম্যাচই ব্রাজিল জয় পেছে। 


আর আর্জেন্টিনা বনাম চিলি এবং আর্জেন্টিনা বনাম উরুগুয়ে দুটি ম্যাচই থেকে আর্জেন্টিনা একটি ম্যাচ ড্র করেছে চিলির সাথে। আরেকটি ম্যাচ জয় পেছে উরুগুয়ের সাথে। 

গ্রুপ পর্ব ও জেনে যাওয়া যাক, গ্রুপ এ তে রয়েছে আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে,উরুগুয়ে, বলিভিয়া. 

:- গ্রুপ বি, তে রয়েছে, ব্রাজিল, ভেনিজুয়েলা, পেরু, ইকুয়েডর. ইকুয়েডর। 


আজকের এই এপিসোডে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে হাইলাইটস ম্যাচ দেওয়া হয়েছে. TOPTIME ব্লগে থাকার জন্য. ধন্যবাদ, আল্লাহ হাফেজ। 



Post a Comment

0 Comments