টিভির পর্দায় উঠছে কোপা আমেরিকা।

টিভির পর্দায় উঠছে কোপা আমেরিকা।

 


বহু জল্পনা-কল্পনার পর পর্দায় উঠতে যাচ্ছে,  বিশ্বের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় টুর্নামেন্ট লাতিন আমেরিকার, কোপা আমেরিকা, যদিও এই টুর্নামেন্টে আর্জেন্টিনা ও কলম্বিয়া হয়ার কথা ছিলো, কিন্তু করোনা ও বিভিন্ন মতবিনিময় কারনে, ব্রাজিলের মাটিতে টুর্নামেন্ট গড়াতে যাচ্ছে। প্রথম খেলা আর্জেন্টিনা বনাম চিলির সাথে কথা ছিলো, কিন্তু ভ্যানু, পরিবর্তনের কারনে ব্রাজিল বনাম ভেনিজুয়েলার খেলা হবে। এই টুর্নামেন্টে নিয়ে ব্রাজিলের আদালতে পর্যন্ত মামলা মোকাদ্দাম হয়েছে।

 তার চুরান্ত সিদ্ধান্তের পর, দর্শক বিহিন অনুষ্ঠিত হবে, পুরো ব্রাজিল জুরে ১০টি দল নিয়ে ৪টি স্টেডিয়ামে  কোপা আমেরিকা আনুষ্ঠিত হবে। যদিও এর আগে আতিথি দল অস্ট্রেলিয়া ও কাতার সহ ১২টি দল ছিলো, কিন্তু এবার তাদেরকে বাদ দিয়াই, আমেরিকার ১০টি দল নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আবারো হাতের কাছে সুজুক আছে লিওনেল মেসির, যদিও  ফুটবল ৬বার বেলন্ডিয়ার জয়ী। কিন্তু নিজ দেশের হয়ে  লিজেন্ডের ভাগ্যের চাকা গুরতেছেনা।

 ১ বার বিশ্বকাপ ফাইনাল, ২ বার কোপা আমেরিকা ফাইনাল ম্যাচ খেলেও হতাসাকে সংগে করে পিরেছে, এবারো দেখা যাক কি হয়। এই ফুটবল লিজেন্ডের এর কপালে। বিশ্ব তাকিয়ে আছে তার দিকে। যদিও এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি বিজয়ী আর্জেন্টিনা সর্বশেষ শিরোপার ১৯৯৩ সালে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে দুইবার। আর্জেন্টিনা ভাগ্যে আরো কোনো শিরোপা জোটেনি। ৫বারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও থেমে নেই, ২০২২ কাতার বিশ্বকাপ বাচাই পর্বে খুব ভালোই  অবস্থানে আছে, কিন্তু কোপা আমেরিকাতে দেখা যাক কিরে। TOPTIME এর সাথে থাকার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ। 

Post a Comment

0 Comments