আল্লাহর ক্ষমতা



শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার সম্পর্কে আপন দুর্বলতা প্রকাশ করে বলেছেন আমি আমার প্রেমা সম্পদের শুকর আদায় করার জন্য একটি নিঃশ্বাসও নিতে পারি না।কেননা বন্ধুর কৃতজ্ঞতা কিভাবে জানাবো.সে জ্ঞান দক্ষতা ভাষা কোনটাই আমার জানা নেই। আমার অস্তিত্ব আর দেহের প্রতিটি প্রশ্নে আল্লাহর দান. আমি এ চিন্তা করতেও অক্ষম যে প্রতিটি পশমের বদলায় আমি কি রুপে শুকর আদায় করব। 


করুণাময় ক্ষমাকারী মহান পরওয়ারদিগার. জন্যই সমস্ত তারিফ যিনি অস্তিত্বহীন বান্দাকে অস্তিত্ব দান করেছেন.। তিনি.এমন সৃষ্টিকর্তা. যে মাটি দ্বারা মানুষ সৃষ্টি করেছেন অথচ দুনিয়ার বুকে মাটির সর্বাপেক্ষা অধিক মূল্যহীন এবং নিকৃষ্ট, তিনি আঁকল বুদ্দি প্রাণ চেতনা ও অন্তর দান করেছেন। পিতার মেরুদন্ড হতে তোমার বৃদ্ধকাল পর্যন্ত চিন্তা করে দেখো যে আল্লাহপাক তোমাকে কোন কোন নেয়ামত দান করেছেন। 


কবি বলেন, যেহেতু তোমাকে আল্লাহ তাআলা সর্বশেষ্ঠ অপবিত্র করে সৃষ্টি করেছেন. সেহেতু তুমি সচেতন হও পবিত্র থাকো কারণ পুত, পবিত্র ইনসাফের নাপাক হয়ে কবরে গমন করা অত্যন্ত লজ্জার কথা দর্পণ হতে দুলাবালি ক্রমান্বয়ে সরতে থাকে। কেননা মরিচা খেয়ে ফেললে তা ধার্য করে দিয়েও পরিষ্কার করা অসম্ভব তুমি কি প্রথমে কাদামাটির ছিলেনা? অহংকার কেন হলে তোমার মস্তিষ্ক হতে অহংকার. ঝেড়ে ফেলো.। 


তুমি.মেহনত করে যে জীবিকা. উপার্জন করো তাতে কখনো নিজের বাহুবলের উপর ভরসা করবে না. হে লোভী, অহংকারী তুমি সৎ পথ অবলম্বন করছনা কেন বল তোমার হাত দুটোকে ভিন্ন কাজে ব্যবহার কে করায়। যদিনিজস্ব চেষ্টা ও বাহুবলে কোন শুভ ফল পাও তাহলে মনে করবে যে তা আল্লাহর পক্ষ হতে লাভ করছ তোমার নিজের চেষ্টায় দাঁড়ায় হয়নি। 


আপন ক্ষমতার বলে কেউ বিজয় লাভ করতে সক্ষম নয় মহান শক্তিমান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো হে বন্ধু তুমি এক কদমও দাঁড়িয়ে থাকতে পারবে না যদি সঙ্গে আল্লাহর পক্ষ হতে তোমাকে শক্তি প্রদান না করা হয় তুমি মাতৃগর্ভে কি নিঃসঙ্গ অসহায় অবস্থায় রোজি ভোগ করেনি।


 তুমি প্রকৃতপক্ষে. মুসাফির দুর্বল রোগী হয়েও এই দুনিয়াতে আগমন করছো মা তার সন্তানকে বুকের দুধ পান করানো প্রকৃতপক্ষে তা মায়ের এ ধরনের রক্ত হে বিধান ভেবে দেখো, মাতৃগর্ভে যে জায়গায় বাচ্চা বাস করেছে স্তনযুগলের সে জায়গাটি দুটি কুদরতি ছাড়া আর কিছুই নয়. 


আর. আজ তা শিশুর নিকট রিজিকের উৎস অতি প্রিয় জিনিস মাতার সমৃদ্ধ যেকোনো শিশুর কাছে অতি প্রিয় এবং জান্নাত সদৃশ স্তনযুগল তার জন্য কুদরতি নহর মাত্র. মাথার স্তনের শিরা-উপশিরাগুলো মায়ের হৃদয়ের সাথে সংযুক্ত এ বিধান যদি একটু চিন্তা করে দেখো তাহলে বুঝতে পারবে যে দুধ প্রকৃতপক্ষে মায়ের রক্ত। 


এটা মানবসভ্যতার নারীত্বের জন্য বিস্ময়কর ব্যাপার যে মা তার নিজের রক্ত পান করিয়ে আপন শিশুকে নিজের অপেক্ষা অধিক মহব্বত করে। যুবক তোমার দুর্বল বাহুযুগলে যখন শক্তি সঞ্চয় হলো উঠতি দাত সুচাল হলো, তখন তোমাকে দুধ ত্যাগ করে অন্য খাবার প্রদান করা হয়েছিল বলা.


হয় যে বালক মায়ের বুকের দুধের পরিবর্তে যখন অন্য খাবার পেয়ে যেভাবে বুকের মিষ্টি দুধের কথা ভুলে যায় তদ্রুপ. অভিশপ্ত পাপ কর্ম হতে তওবা করে।  সেই সন্তান দুধ ভুলার মত যাবতীয় পাপ কাজ.। এবং সে নিষ্পাপ বালকের নয় পবিত্র হৃদয় জান্নাতের জীবন যাপন করতে পারে। জনৈকঃ উঠতি বয়সের যুবক তার মাকে অমান্য করে মর্জি মাফিক জীবন যাপন করেছিল মায়ের বুকে. 


জলের যাচ্ছিল একবার দোলনা এনে ওর চোখে দেখি বলতে লাগলেন হে প্রিয় বৎস আজকের যুবক ছেলে আমার তুমি ছিলে এক সময় অত্যন্ত দুর্বল আজ তা ভুলে গেছো তুমিতো অত্যান্ত নিঃস্ব অসহায় ও শক্তিহীন শিশু ছেলে একটু ধমক দিলে কান্না করতে এমন অনেক রাত অতিবাহিত হয়েছে যে তোমার কান্না কাটির কারণে আমি ঘুমাতে পারিনি তখন তুমি নিজ শক্তি বলে কিছুই সক্ষম ছিলে না। সাধারন একটি মাসি তারাবার, ক্ষমতা ছিলোনা।


তুমি তো ওই সন্তান একটি  মাছির যন্ত্রণাও বর্দশ করতে না এখন তুমি শক্তিশালী বীরপুরুষ হয়েছে।  কিছুদিন আবার কবরে চলে যাবে তখন একটি পিপীলিকা তারাবার শক্তি তোমার থাকবে না। তোমার দেহ যখন কবরে গিয়ে পোকা মাকর ভক্ষণ করে ফেলবে তখন তা কিরূপে বরদাস্ত করবে। 


তুমি যদি কোন দৃষ্টি শক্তিহীন লোককে দেখতে পাও যে কুপ  এবং রাস্তা পার্থক্য করে চলতে অক্ষম,  অথচ তুমি চলতে পারো তখন তোমার প্রতিপালকের কাছে কৃতজ্ঞতা আদায় করা কর্তব্য।  তুমি যদি আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করো তাহলে তোমার সত্যিকার অর্থে চোখ আছে বলে বিবেচনা করা হবে। 

আর যদি শুকর আদায় না করো তাহলে তুমি নিশ্চিত দৃষ্টিহীন বিবেচিত হবে। 


ভেবে দেখো তোমাকে এই শিক্ষা দেওয়া হয়নি যে কি কি গুন দিয়ে তোমাকে ভয় করা হয়েছে তুমি যদি বিবেচনা করে বোঝার চেষ্টা করো এবং মন দিয়ে শোনো তাহলে তুমি সকল সত্য-মিথ্যা জ্ঞান শিখতে পারবে। 


উপদেশঃ-  কেউ শক্তি দ্বারা বিজয় লাভ করতে সক্ষম হয় না মহান শক্তিধর আল্লাহ কৃতজ্ঞতা আদায় করো তাহলে তোমার সফলতা নিশ্চিত। আল্লাহতালা আমাদের সকলকে, ক্ষমতা শক্তি সম্পন্ন সবকিছুর বুঝার তৌফিক দান করুক আমিন।. ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ