ঈদুল আযহায় থাকছে কিছু বিধিনিষেধ ,জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনে

ঈদুল আযহায় থাকছে কিছু বিধিনিষেধ ,জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনে

 

 1 জুলাই থেকে সারাদেশে পুরোদমে চলছে লকডাউন.পুলিশ-সেনাবাহিনী বিজিবি মাঠে আছে.আজ. চতুর্থদিনে মানুষের আনাগোনা খুব ভালো দেখা যাচ্ছে. কিন্তু তেমন ভারী যানবাহন চলাচল করছে না. জরুলি পরিবহন সেবা ছাড়া। সামনে এগিয়ে আসছে ঈদুল আযহা. বর্তমান করোনা পরিস্থিতির উপর নির্ভর করবে চলমান বিধি-নিষেধ ঈদের ছুটির সময় থাকবে কিনা।. তার পরেও কুরবানির হাট চলতে দেওয়া হলেও লোকজন আসা যাওয়া বিষয় নিয়ে খুবই নিয়ন্ত্রণ থাকবে জনপ্রশাসন মন্ত্রী।

আজ সোমবার নতুন করে জারি করা হয়েছে 14 ই জুলাই দিবাগত রাত বারোটা পর্যন্ত চলবে এই কঠোর বিধি নিষেধ ও লকডা।. আমাদের সেটাও ভাবতে হবে গত ঈদুল ফিতরের উপলক্ষে মানুষের যাতায়াতের সময় করোনার সংক্রমণ অধিক ক্রমে বেড়ে গেছে সেজন্য এই ঈদে এর ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে.। সাংবাদিকরা জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের কাছ থেকে জানতে চাইলেন এই ঈদে বিধিনিষেধ থাকবে কিনা এ বিষয়ে জানতে চাইলে সে বলেন ১৪ দিনের বিধি-নিষেধ  পর্যবেক্ষণ করে দেখা হবে বিধি-নিষেধ থাকবে কিনা.।

প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন ডিজিটাল অনলাইন প্লাটফর্ম বিভিন্ন সাইট থেকে কোরবানি হাটের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে.। মানুষ যেখানে নির্ভয় নির্ভেজাল এ কেনাকাটা করতে পারবে সে ব্যবস্থা করে দেওয়া হবে এবং মানুষের নিয়ন্ত্রণ দামের ভিতর থাকবে.সারাদেশে ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট. খুবই সুরক্ষিতভাবে বসানো হবে একদিক দিয়ে মানুষ প্রবেশ করবে আর এদিক দিয়ে মানুষ বের হবে. 

এবং খুবই কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে মাক্স পরিধান করে চলতে হবে. বর্তমান লকডাউনে সরকারি-বেসরকারি শপিং মল দোকানপাট গণপরিবহন সবকিছু বন্ধ রাখা হয়েছে কিছু জরুরী কাজে নিয়োজিত ছাড়া. এবং বিভিন্ন বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও যোগ দিয়েছে । তার পাশাপাশি স্বাস্থ্য বিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় চালু হয়েছে শিল্প-কলকারখানা. 

জনপ্রশাসন মন্ত্রী আরও জানিয়েছেন স্বাস্থ্যসেবা কোন নাটিকা রাজস্ব আদায় কার্যাবলী বিদ্যুৎ পানি গ্যাস জ্বালানি টেলিফোন ইন্টারনেট ফায়ার সার্ভিস. ফার্মাসিটিক্যাল সহ ফার্মাসিস্ট ব্যাংকসেবা নিয়মকানুন জারি করে দিয়ে সময় সীমিত ভাবে ব্যাংক চালু রাখা হয়েছে. অন্যদিকে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ চলমান কঠোর ব্রিটিশের সম্বার আরো এক সপ্তাহ বাড়ানো ঘোষণা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রী 14 জুলাই দিবাগত রাত বারোটা পর্যন্ত চলবে এই বিধি-নিষেধ দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকারি বছরে 5 এপ্রিল থেকে ধাপে ধাপে জেলা বিভাগ ইউনিয়নে বিধি-নিষেধ দিয়ে আসছে. এবং লকডাউন. 

টপটাইম ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করুন ভাল থাকবেন আল্লাহ হাফেজ. 

 

Post a Comment

0 Comments