পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত ৬৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর মধ্যে ৫৬ জন পুরুষ ৪ জন শিশু ও ৭ জন নারী রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর মিছিল।
বুধবার রাতে চকবাজারের একটি ভবন আগুন লাগলে সেটা দ্রুত আশেপাশের ভবনে ছড়িয়েপড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেদগ্ধ অর্ধশতাধিকের বেশি মানুষ ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেনমরদেহ ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।রাতেই দুর্ঘটনাস্থলে ছুটে যান ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুরান ঢাকার চক বাজার। প্লাস্টিক, কসমেটিকস, কেমিক্যাল, চুড়ি, মুদি, মনিহারি সামগ্রীসহ নানা পণ্যের পাইকারি বাজার। ছোট সরু গলির প্রতিটি ভবন জুড়েই ব্যবসায় প্রতিষ্ঠান।
গতকাল রাত সাড়ে ১০টায় বিকট শব্দে কেপে উঠে চকবাজার। একটি ভবনে আগুন লেগে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশেপাশের ভবনে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন।ফায়ার সার্ভিসের উর্ধ্বতন কর্তৃপক্ষ বলেন, তারা যথাসাধ্য চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে এনেছেন। এই ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
এ দুর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। পুরো রাত ঘটনা তদারকি করেন তিনি।

চকবাজার এলাকায় রাজ্জাক ভবনে লাগা আগুনের ঘটনায় সকালে ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী।